Dinamkhobar

Post Top Ad

Saturday, December 8, 2018

বীরভূম জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা গুলিতে ফ্রি মেডিকেল ক্যাপ শুরু করেছে আদিবাসী গাঁওতা।


দিনাম খবর বীরভূম:-গত ৭ই ডিসেম্বর শক্রবার বীরভূম জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা গুলিতে ফ্রি মেডিকেল ক্যাপ শুরু করেছে আদিবাসী গাঁওতা।কয়েক দিন আগে জঙ্গল মহল লালগড় এর পূর্ণপানি গ্রামে যে সাত আদিবাসী শবর জাতির মৃত্যু হয় তা আসলে অপুষ্টি জনিত কারনে তাদের মৃত্যু হয়।রাজ্য সরকার এ নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়া আদিবাসী গাঁওতা এই পদক্ষেপ নিয়েছে এমন টিই জানা লেন সংগঠনের নেতা রবিন সরেন।গত কাল বীরভূমের আব্দালপুর গ্রাম থেকে এই ফ্রি ক্যাম্প এর সূচনা করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানা যাই যে এই ক্যাম্প টি শুধু বীরভূম জেলাতে হবেনা প্রতিটি জেলাতে এই ফ্রি ক্যাম্পিং চিকিৎসা চালানো হবে এবং প্রতিটি আদিবাসী গ্রামে গ্রামে এই সাস্থ্য শিবির চলবে।ওই দিন কয়েকশ আদিবাসী মানুষ চিকিৎসা নিয়েছে। এই ক্যাম্পিং এর শুভ সূচনা হিসাবে উপস্থিত ছিলেন ডঃ সুরজিৎ সিং হাঁসদা।

No comments:

Post a Comment

Post Top Ad