Dinamkhobar

Post Top Ad

Wednesday, December 5, 2018

পূজার ছটি থেকে বন্ধ সাওতালি মিডিয়াম ইন্টিগ্রেটেড মডেল স্কুল

আবাসিক পুড়যা
নিজস্ব সংবাদদাতা সারেঙ্গা:-সারেঙ্গা বামুন্ডিহা সাওতালি মিডিয়াম ইন্টিগ্রেটেড মডেল স্কুল পূজা ছটির পর থেকে আবাসিক হোস্টেল চালু হয়নি চরম সমস্যায় পড়েন আদিবাসী পুড়যারা।এ বিষয়ে স্থানীয় অভিভাবক পরেশ মুর্মু জানা যে বর্তমানে এই মডেল স্কুলে ১০৯জন আদিবাসী পুড়যা পাঠরত ও এই মডেল স্কুলে একটি আবাসিক হস্টেল আছে।পূজার পর থেকে সেই স্কুল চালু হলেও কিন্তু হোস্টেল চালু হয়নি ফলে দূরদূরান্তের পুড়যাদের অসুবিধায় পড়তে হয়।তাই গত ৪ই ডিসেম্বর পুড়যা ও অভিভাবকরা সারেঙ্গার বিডিও সংলাপ বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করার চেষ্টা করেন।অভিভাবক দের অভিযোগ অবিলম্বে হস্টেল চালু করতে হবে তা না হলে তাহলে বহু পুড়যার ভবিষ্য অন্ধকার হয়ে যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad